যাদব দত্তের কবিতা
আঙ্গুর দালান
আঃ আজ আঙ্গুর খেত চোখ জীবিত
জেব্রা ক্রসিং একলা আর রইলো না
ব্রীজ চাবি খুলছে জলের গ্লাসের
ঘড়ির কাঁটার ছোট ছোট ঘুম
গুছিয়ে রাখার
ওভারব্রীজের ওপারে গোদাভারীর তাঁতকল
গুহার ঘুমে ফল ধরবে
ফুলে উঠবে জলচৌকির নোলক
বন্দুকগুলো ছলকানো ঘন্টাগুলো
কুড়িয়ে নেবে মেদহীন বালিশ বিছানা
আজ সারাটা পথ বন্ধু আঙুল খুলছে
নিঝুম তরোয়াল
তার দুদিকেই বাগান জানা ছিলো না
জলাধার
মেখে মেখে জলাধারের
বয়স বাড়ছে
তুতে রঙের কোমর মেঘের খুনসুটি
বাক নেওয়া সর্বমঙ্গলা
চুরমার ফাটক থেকে
বেরিয়ে যাচ্ছে সিকি চাঁদ খুচরো পিকনিক
কে তাকে উঠোনে দরজা শেখায়
গ্রীষ্মের ছুটিতেও কোলাহল করা তারারা
দূর বাড়ি থেকে উঁকি দেয়
ওঠানামা সুতোগুলো ব্রহ্মসঙ্গীত
হোচট খাওয়া ঈগল জিভ
জানালা উড়িয়ে নামতা মুখস্ত করছে
জংগুলো খুলবে মার্বেলের
শ্রাবন বন্দুকে আল্পনা আঁকছে
মুচমুচে ঠোট
ফেনার হার আর হাড়ের মধ্যে
কৌতুক ওভেনের নব ঘুরিয়ে ঘুরিয়ে

No comments:
Post a Comment