দিলীপ ফৌজদার




দিলীপ ফৌজদারের কবিতা


আলোকণা

একটা দুটো আলোর ক্ণা চোখের পাতার
ওপার থেকে জাগিয়ে রাখতে চায়
জোর করে

ঘুম না হলেও
চোখ বন্ধ করে থাকা যায় এমনি নির্ভার থাকা
আর কিছু করার নেই এই ভেবে নিয়ে
তাও এই ঘুম জাগা ঘুম জাগা  চোখ বোজা
নিশ্চল ঘুমের মতো পড়ে থাকা তার ভেতর আলোক্ণা

কালো রাত্রির অন্তরীক্ষে বসা একটা দুটো
অতি ক্ষুদ্র সম্পূর্ণ বলয়হীন ওরকম আলো
এতো অবিশ্বাস্য রকমের বলীয়ান
যেন সে জাগিয়ে রাখবে, জাগাবেও।


রাত অতিক্রান্ত হবে তার আগে
অন্ধকার
আকাশের কালোর প্রভাব
ফিকে হয়ে আসতে থাকায় জ্বলা নেবা জ্বলা নেবা
মনের ভেতরে

কবে যে কাটবে রাত সেটা ভাবনার নয়
রাত তো কেটেই যায় আরেকটা সকালও আসে
তাও
         কি যে একটা মন্থরতা

                                          এগোয় না

এগোতে দেয় না


অন্ধকারে আলো যে পড়বে
কাটিয়ে যে দেবে সব
মন্দক্ষণের দুস্বপ্ন
সেরকম কোন আশ্বাসও নেই

ঘড়িদের টিক টিক সেও আজকাল নেই
সময় এগোচ্ছ নিঃশব্দেই যেরকম হয়ে আছে
বিস্ফোরক সব কিছু  ফেটে পড়বার সম্ভাবনা
তারা শুধুমাত্র আছে হয়ে আছে
নড়ে যে  বসবে সে ক্ষমতা  নেই


কতদিন হয়ে গেল এই দুস্বপ্নেই আছি
ঘন কালো চরাচরে চলছে বুলেট ট্রেন
জানালার বাইরের ক্যানভাসে কেউ
কখনো ক্বচিত লিখছে একটা দুটো বিন্দু আলো
চোখের ওপর তারা অনবরতই নাচে

স্বপ্ন নয়
            ঘুমের এপারে বাস সব ভাবনাদের


সহযাত্রী সকলে ঘুমিয়ে
             যে কথা
অতিকায় শব্দ তুলে জানিয়েও দিয়েছে
এরাই কেউ          জ্ঞাপনে ও  বিজ্ঞাপনে
অতএব জানালাও বাজেয়াপ্ত
শব্দে কোলাহলে

যন্ত্রণায় আধোজাগাদের
অস্ফুট কাতরতা

যাত্রা  অতিশয়  দ্রুতগামী সেটা দেয়ালে দেয়ালে
সকলেই জানে        
                            বা জানানো হয়
যেভাবেই হোক

দ্রুতগামী


প্রগতি বা খুড়োর কলের
এই কুটকুটে যন্ত্রণা
কূটতত্ব সকলের বুঝে ফেলবার নয়

এগোচ্ছি জানছি তাও ফেলে আসা দৃশ্যেরা
খেলে যাচ্ছে চোখের ওপর
বোঝাতে চাইছে ওটা মতিভ্রম
স্বপ্ন নু মায়া নু                   ঘটনা ঘটছে

ইতিহাস লেখো

No comments:

Post a Comment

Facebook Comments