দূর্বাদল মজুমদার

 

দূর্বাদল মজুমদারের কবিতা


কাহন ১:


সংঘ ও শরণে কিছু মেঘ লেগে আছে
স্বান-শলাকাটি জ্বলে
নিভে যায়
নেভে

এখানে সমস্ব চামর দোলে খুব
জনারতি হয়
আমরাও নিজেকে দেবতা ভেবে
বোল ও চালে-তালে, দেবোত্তর প্রাসাদ গুঁড়িয়ে ফেলি

কোথাও কি বুনোহাঁস উড়ে গেছে?
আস্তিন গুটিয়ে রাখছি রোজ
অস্ত্রের শানানো শ্বনন আর রক্ত দেখার স্বপ্ন
রাঢ়ে-টাঁড়ে
আমার প্রেমিকারা খিদে নিয়ে আছে
জল নিয়ে, জল হয়ে আছি

তবে সেই গল্পটা হোক?
এক বাঘ ছিল,এক ছিল ঘোগ

আমাদের জারিসারিগান
একাকার।আকারটি মুছে ফেলি রোজ।

কাহন ২


অন্যমনস্ক আঙুল
ছ্যাঁকা লাগে,পুড়ে ওঠা ছাপের প্যাটার্ন
হে বালিকা,বিন্দি হোক
বিন্দু হোক

একটিই ছাপ,পদক্ষেপ,নিঃসঙ্গ
ফেরেনি কখনো

তোমাদের দুয়ার খোলা হল?
আমার আস্ত বাঘিনী চাই
কর্পোরেট ময়দান থেকে #সংঘ থেকে
রাবিশ সব লুসিড আসে
কুশল উপশমে যারা কিনে নিচ্ছে মানুষ

আমার অন্তরীন জল ভীমবেঠকায়
এঁকেছিলাম,সে দেয়াল এখনো আছে?
হাজার কুড়ি আঘন পেরোল

ও বালিকা,এবছর শস্য হবে খুব
আমার বঘিনী চাই

No comments:

Post a Comment

Facebook Comments