ইন্দ্রনীল ঘোষ

 

ইন্দ্রনীল ঘোষের কবিতা


এক পর্নোগ্রাফির খসড়া


পর্ন বানানোর জন্য প্রাথমিকভাবে যা যা দরকার - একটি উলঙ্গ মানুষ, একখানা ফাঁকা ঘর, আলো আর কিছু সরঞ্জাম। প্রথম দৃশ্যে লোকটা এগিয়ে যাবে। দ্বিতীয় দৃশ্যে হঠাৎ থেমে ভাববে - খামোখাই, এই এগিয়ে আসার কারণ। শেষ দৃশ্যে, ভাবতে ভাবতে লোকটা বুঝতেও পারবে না কখন ডুবে গেছে ঘরের মধ্যে। তাকে আর আলাদা ক'রে চিনতে পারছে না নতুন পর্নওয়ালারা। তারই ওপর দাঁড়িয়ে লিঙ্গ হাতে নতুন মানুষের দল।

শুটিং-এর জন্য একখানা সন্ধে বাছলাম। একটা ঠিকঠাক সন্ধে - যখন আঁচড়ের রঙ নীল, দূরত্বের আওয়াজ তীক্ষ্ণ। যখন গোলপোস্টের সামনে ফাঁকা বল হাতে বাচ্চাটা বেড়েই চলেছে বেড়েই চলেছে। হাজার হাজার বাচ্চা টুকরো হয়ে লাখ লাখ হলো। অভিনেতার সারা গায়ে ক্ষুরের দাগগুলো স্পষ্ট হয়ে উঠছে। 

ক্যামেরা বলল - লোকটা একা কেন?
আমি বললাম - ওর পার্টনার জল আনতে গেছে।
-  তবে ও সেক্স করবে কার সঙ্গে?
- দেখছ না, ওর গায়ের ওই দাগগুলোয় জল জ'মে আছে। কাল বালতি ছলকে পড়েছিল ওর সঙ্গীর হাত থেকে।
ক্যামেরা বলল - আমি তবে চোখেমুখে একটু জল দিয়ে আসি?

দূরে, বিদেশী পাহাড় থেকে নাকি মৃত্যু গড়িয়ে আসছে। সেই দেখতে ভিড় জমেছে আজ। সকালে খবরে শুনছিলাম। এমন দিনে বড় নিরালার অভাব। শুটিং-এর সময় বন্ধ করব, তেমন জানলাই বা কোথায়! আমাদের অভিনেতা শেষবারের মতো লিঙ্গ প'রে তৈরি হয়ে নিচ্ছে। আমরা সবাই তৈরি হচ্ছি একটা পর্ন শুটের জন্য। মৃত্যু দেখতে আসা মানুষেরা উঁকি মারছে লিঙ্গের দিকে। জানতে চাইছে, তার উচ্চতা ও বংশপরিচয়। 

- এটা এক সাম্রাজ্যের দালানে ছিল, জানেন। শুনেছিলাম, সম্রাট নানাবিধ লিঙ্গ জমাতেন। ঠিক যেমন চিঠি পাওয়া মাত্রই ডাকটিকিট খুলে রাখে বুবুন। ওনার সংগ্রহে বেশ কিছু স্তন ছিল, কিছু যোনি আর কয়েকটা প্রজাপতি।

লিঙ্গ দেখতে আসা মানুষেরা এবার উঁকি মারে মৃত্যুর দিকে - দূরে, বিদেশী পাহাড়ে।

এই ফাঁকে আমরা সরঞ্জাম গুছিয়ে নিই। আলোগুলো গুছিয়ে নিই। অসুখ থেকে একখানা আলো এসেছে, শীতের রুটিতে। আর তাতে ক'রে কুয়াশা তৈরি হচ্ছে সিনেমায়।

সবাই এখন শুটিং-এর জন্য প্রস্তুত।

শুধু খেলা ভোলা সম্রাট ঘুমিয়ে পড়েছে। ছড়িয়ে আছে খেলার লিঙ্গ, খেলার স্তন... যোনি... 
চিরকালের মতোই, সে' ঘুম থেকে, ডাকটিকিট তুলে রাখল বুবুন।

2 comments:

  1. কেয়া বাত ইন্দির। অনেকদিন পর চমকে দিয়েছিস। লিঙ্গ থেকে বুবুন পর্যন্ত এই অভিযান, জন্মের জাগরণ থেকে মৃত্যুর ঘুম পর্যন্ত এই খনন এক পর্ন ছবির শ্যুটিং-এর আবহে।লিঙ্গের পাহাড় পেরিয়ে, মৃত্যুর পাহাড় পেরিয়ে সেই এক ডাকটিকিট। তুইই সেই ডাকটিকিট , জমিয়ে রাখলাম।

    ReplyDelete

Facebook Comments