রিমি দে


রিমি দের কবিতা


নোটবন্দী 

আলোগুলো যেখানে গুঁজে দেবার কথা ছিল
সেখান থেকেই অঙ্কটির জন্ম
সেখানেই বাঘ ও বিষাদ ঢেউ তোলে অপরিসীম
আর সংখ্যাগুলো উদাস হতে হতে
খুলে খুলে পড়তে থাকে
একে একে থোকা থোকা
যেন ইকুয়িটি বাজারে সেনসেক্স ওঠা নামা শেষ
যেন অঙ্কটি জন্মই নেয়নি
যেন লাভ ক্ষতির সীমা পার হয়ে গেছি
নির্বিকার তাকিয়ে থাকতে থাকতে বুঁদ হয়ে আছি ব্যক্তিগত অঙ্কের ভিতর
ক্ষয়ক্ষতির ভিতর
নোটবন্দীর পর থেকে চলতি আর্থিক বছরে যেন
আমরা হেঁটে হেঁটেই পার হচ্ছি আসমুদ্র-হিমাচল

বরফটি হাঁটছে

যেন কিছুই আঁকা হয়নি
যেন আর মাত্র কিছুটা পথ বাকি

যেন ভারী হয়ে আসছে শরীর
যেন হাল্কা হতে হতে শূন্য
হয়ে যাচ্ছি

নোট বন্দি  কিংবা মুক্তি অর্থহীন হয়ে যাচ্ছে
                    একটু একটু করে

মাঠগুলি মিশে যাচ্ছে পাখির ভিতর
পাখিগুলো মিশে যাচ্ছে মাঠের ভিতর

অবশিষ্ট বন্দিদশায় 
নোট নিচ্ছি জীবন
পূর্ণ হচ্ছি! 





       

No comments:

Post a Comment

Facebook Comments