ধীমান চক্রবর্তী

 

 

ধীমান চক্রবর্তীর কবিতা

জড়তা


ব্রিফকেসে ভরে আনো চন্দ্রগ্রহণ । মনস্তাপ
                                                    কিংবা প্রস্নন ।
তাও আনা যেতে পারে ।
৬১ জন অন্ধকার কিন্নর কৈলাশে বদলে গেলো ।
                                                    রাংতা সেভাবেই ।
যখন ভেসে ওঠা যায় ।
বাতিদানে লাফিয়ে নামা রান্না রেসিপি ।
একমনে টরেটক্কা শোনে পাহাড়ের ভালো ।
                                                   ভাঙা ছায়াপথ ।--
কোনও ফুঁপিয়ে ওঠা শুনতে চায় না ।
সুন্দরী চশমার চুরমার সকালবেলা ।
ভাবনায় না থাকলেও , থেকেই যায় কান্না ।
অবহেলায় পড়ে থাকে অন্ধ গাছেদের
                                           দু-এক মুহূর্ত ।




জড়তা বারংবার



তাপ নেমে গেলে খুব চতুর্দোলায় ওড়া ।
                                        হলুদ শস্যরা ।
জন্মতিল মুছে নাও । চিবুক নামিয়ে ব্যাকরণ ।--
ভাবছে ভেসে ওঠা দু-চোখের পালকি দিয়ে ।
                                       বড় হয় পিংপং বল ।
মাছরাঙাদের সাথে সাথে কুচকাওয়াজে ।
খোলা দরজা শুধরে নেয় ভুলগুলো । অভিমান ।
                                            হরবোলা নৌকো ।--
তেপান্তরের আলোয় রাধা সেজে দাঁড়িয়ে ।
ইকিরমিকির ভালোলাগা আধাআধি বেঁচে ।
প্রতিদিন পাল্টে যাচ্ছে পাহাড়ের মুখ ।
                                            খোলা শেমিজ
আর ঘরের ভিতর নামা শূন্যস্থান । পাল্টে যায় ।

No comments:

Post a Comment

Facebook Comments