অরুণকুমার দত্ত

 

অরুণ কুমার দত্তের কবিতা


সেমি ভায়োলিন


৮.

নজরানা            বুনে খুলে    কোরাসে বাজুন

বিশেষণে           লালবীণ
                         বনবীণ

নফর কানকোটি বাঁধা রইল ঘাটে

এখন আলফ্রেদ পিয়নটিই বয়ে বেড়াচ্ছেন
                                         ইলোরার মোম
                                           পেত্রার্ক লিপি

অন্তত র'টে গাছটি মুড়াবার আগে
            একটিই জোনাকি
            একটিই সর্বনাম

            মুক্তক

ছদ্মবেশী হোমারের লিলিবাঈ ঘুরে ঘুরে
            শ্রী লেপে
            ঋ লেপে

            মোহনায়

বাহাদুর বা হা দু র          রাজনের ডাক
কাপালিক এসে ভূমির ডাগরনোভা বলি দেবে

৯.

কুমোরের নাভি ঘুরে ঘুরে কুমারী আলোটি ওঠে

কথা কয় আল্ট্রার অনুষ্কা ঠাকরণ

এ আলে ও আলোয় বেড়ে ওঠা পায়চারী

ফাউন্টেন গল্পটি লেখা রইল সুভদ্রার গালে
                
নীল কাঁকড়ার ক্ষুদে আলপনায়
                  এ শহরের রাশি জড়িয়ে যাচ্ছেন
                 
                  মুণ্ডমালিনীর ঘাম
                 
                 মেঘেদের উত্তম পুরুষ

                 রন্ধনপ্রণালীর মালাবদল


সাজানো উলের ক্যাম্প খুলে আসে

নৌকোর প্রেমপত্রে ফুলমণি সাগর জন্মায়!

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. সমৃদ্ধ জীবনের উল্লসিত কলম কথা বলেছে. ক্লিয়ার এন্ড ক্রিস্টাল রূপময়তা. তারুণ্যমন্ডিত.

    ReplyDelete
  3. .....Rannar mala badaler ghandhe amra o uttam purush hore boe niye berachhi Arun-Prabaha...Mundamalinir adim gharane Alfred peon hoe boye niye berachhi kabita- momm -pundulipi....Jonakira pran hoe fhute thak Kumurer Kumarir Navi mule......

    ReplyDelete

Facebook Comments